মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে আলোচনা সভা, শহীদ মিনারে পুষ্পার্পন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। আজ বুধবার সকাল ৮ টায় মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর, সচিব, কোষাধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও মাধবদী প্রেসক্লাব, মাধবদী শহর আওয়ামী লীগ, মাধবদী মহাবিদ্যালয়, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, পৌলানপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল(ডিগ্রি) মাদ্রাসা, মাধবদী এসপি ইনস্টিটিউশন, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, নুরালাপুর উচ্চ বিদ্যালয়, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মাধবদী থানা মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।