সুমন পালঃ
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হলো ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। নরসিংদীর মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন এসএসসি পরিক্ষা কেন্দ্র ২টি ভেনু নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ১০টি স্কুলের ১৪৪০জন পরিক্ষার্থী অংশ করছে। স্কুল গুলো হলো চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বালুসাইর উচ্চ বিদ্যালয়, বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, নুরালাপুর উচ্চ বিদ্যালয়, মর্নিংসান উচ্চ বিদ্যালয়, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন, পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়। এসএসসি পরিক্ষার ১ম দিনে মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন কেন্দ্রে পরিক্ষার্থী ছিল ১৩৪৫ জন, উপস্থিত ছিল ১৩৩২ জন, অনুপস্থিত ছিল ১৩ জন।