সুমন পালঃ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্য সামনে রেখে আজ ২১ জুলাই বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এ উপলক্ষ্যে নরসিংদী জেলার ৫ টি উপজেলায় মোট ২৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান রায়পুরা উপজেলায় উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিলাদি হস্তান্তর করেন। সকলের সমঅধিকার নিশ্চিতকরণ ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবিস্মরনীয় ও সুচিন্তাপ্রসূত এই উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ ও সূক্ষ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতা ও প্রয়োজনীয়তার নিরীখে উপকারভোগী নির্বাচন এবং তাদের জন্য গৃহ নির্মাণ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের জন্য প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
##