রাকিবুল হাসানঃ ২ ফেব্রুয়ারি ২০২২, বুধবার নরসিংদী সদর উপজেলার শেখেরচর( বাবুরহাটে) বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি জনাব সারোয়ার হোসেন ফয়সাল’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মেসার্স আল-আমিন ফেব্রিক্স এন্ড হাবিব উইভিং ফ্যাক্টরি’র চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ আল-আমিন রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজ ফেব্রিক্সের স্বত্বাধিকারীর জনাব মো. মিনহাজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক হাজী রোমান, মোসলেম উদ্দিন মোল্লা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক রিপন মিয়া, শিলমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আল-আমিন রহমান বলেন এলাকার যুবকদের উদ্যোগে এমন খেলাধুলা’র অনুষ্ঠান সত্যিই প্রসংশার দাবিদার। তিনি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন। উল্লেখ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন জুয়েল জুটি বনাম নাসির জুটি, নাসির জুটিকে পরাজিত করে জুয়েল জুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।