সুমন পালঃ
আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মেহেরপাড়া ইউনিয়নে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিকেল ৪টায়।
শপথ গ্রহণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খাঁন।
আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি মকবুল হোসেন প্রধান, মিলন, হারিছ মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন অভি, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবেদ আলী সরকার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সিহাব রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাবেক আহবায়ক আমীর হোসেন সহ ইউনিয়নের সকল শ্রেনি পেশার মানুষ।
এসময় মাহবুবুল হাসান বলেন আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের ভালবাসা নিয়ে আমি আগামীর দিন গুলো কাটিয়ে দিতে চাই।