1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন

“অনলাইনে খাজনা দিব,ঘরে বসেই দাখিলা পাব” শ্লোগানে নরসিংদীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

মোহাম্মদ রাকিবুল হাসান ।।
নরসিংদী সদরে ৭দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। সোমবার(২২ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এবারের ভূমি সেবা সপ্তাহের শ্লোগান হলো- “অনলাইনে খাজনা দিব, ঘরে বসেই দাখিলা পাব।”
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বক) মোহাম্মদ মাসুম, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব,সেবা গ্রহিতা আব্দুস সালাম ও জসীম উদ্দিন।
সভায় বক্তাগণ স্মার্ট ভূমি সেবা, ভূমি সেবা উন্নয়ন, ভূমি নকশা, ভূমি পিডিয়া ও নামজারিসহ নানাবিধ ভূমি সেবা বিষয়ে আলোচনা করেন ।
প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনাকে কোন অফিসে যেতে হচ্ছে না, সেবা আপনার বাড়িতে চলে আসবে। আপনি যে কোনো বিষয়ে জানতে চান, বুঝতে চান, তো ১৬১২২ নম্বরে ফোন করলে আপনাকে
সবই বলে দিবে। এমন দিন আসবে যেদিন অফিসে কোন কাগজপত্র থাকবে না, সবকিছুই অনলাইনে চলে যাবে। শুধু অফিসই স্মার্ট হবে না,আপনারা জনগণও স্মার্ট হচ্ছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান কাওসার।
অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ছয়জন ভূমি মালিককে ৩৯ লাখ,৬৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া, ভূমি সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ ৪জন শ্রেষ্ঠ সহকর্মীকে সম্মাননা প্রদানসহ সদর
উপজেলার ১৫ জন সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাকে সম্মননা প্রদান করা হয়।
সভায় স্থানীয় কয়েকশত ভূমি মালিক, সুবিধাভোগী ও সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভূমি সেবা বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।
পরে অতিথিদের নিয়ে ফিতা কেটে সদর উপজেলা ভূমি অফিসের আধুনিক দ্বিতল ভবন উদ্বোধন করেন।

#মোহাম্মদ রাকিবুল হাসান ২২/৫/২০২৩

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.