1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

ভূমিহীন/গৃহহীনমুক্ত নরসিংদী জেলার ছয়টি উপজেলাকে ঘোষনা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং 

  • আপডেট সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩১৪ জন দেখেছেন

সুমন পালঃ

নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ ২০ মার্চ সকাল ১১ টায় আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নরসিংদী জেলার ছয়টি উপজেলা তথা সমগ্র জেলাকে ভূমিহীন – গৃহহীনমুক্ত ঘোষনা করা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মুহাম্মদ মারুফ খান।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান আগামী ২২মার্চ সকাল ১০টায় সারা দেশব্যাপী একযোগে ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে নির্ধারিত মোট ৩৯,৩৬৫টি ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একই সাথে সারা দেশের ১৫৯ টি উপজেলা এবং নরসিংদী সহ ৭টি জেলাকে ভূমিহীন – গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। সেই সাথে সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারির প্রমাণপত্র ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকার ভোগীর নিকট হস্তান্তর করা হবে।মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের এ প্রকল্পটিতে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক স্বামী – স্ত্রীর যৌথ মালিকানায় ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা একক ঘরের সাথে বারান্দা, রান্নাঘর এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন রয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিত পরিবারের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা। নরসিংদী জেলায় ৪র্থ পর্যায়ে ৩৪টি স্পটে নির্মিত প্রকল্প এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রায় শেষের পথে এবং ৪৬টি পানির উৎস / নলকূপ স্থাপন সম্পন্ন হয়েছে। নরসিংদী জেলায় খাসজমি অপ্রতুলতার কারণে ৫৪৬টি ঘরের জন্য প্রায় ১১একর আটান্ন শতাংশ ৯৬অযুতাংশ একর জমি ক্রয়ের জন্য ১১কোটি ২৬লক্ষ ৬হাজার পাঁচশত চল্লিশ টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছেন। ইতিমধ্যে প্রকল্প এলাকায় ১৯টি সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৩৬৩ জনকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন মেয়াদে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষা, স্বাস্ব্যকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে আশ্রয়ন প্রকল্প এলাকায় শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.