হুমায়ুন মিয়া নরসিংদী : বর্তমান বিশ্বের সাথে তাল মলিয়ে ছাত্র-ছাত্রীদের কে আইটি শিক্ষায় সময়োপযোগী করে গড়ে তুলতে মাধবদী পৌরসভার জলপট্টি মাদ্রাসার বিপরীত পাশে চৌধুরী টাওয়ারের তিন তলায় গড়ে উঠেছে ‘ফ্রি ল্যান্সার’স আইটি ইনস্টিটিউট ‘নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এতে কম্পিউটার শিক্ষার পাশাপাশি স্পোকেন ইংলিশ ও শিক্ষা দেওয়া হয়।
আধুনিকতার সমন্বয়ে সুসজ্জিত ও মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রীদের কে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষাদানের পাশাপাশি নৈতিক শিক্ষাও দেয়া হয়।
সোমবার (১ আগস্ট) বিকাল ৪টায় ৩০ জন মেয়ে শিক্ষার্থীদের ফ্রি ভর্তির মাধ্যমে ক্লাস শুরু হয়।
এছাড়াও ১৫ জন হাফেজ কেও ফ্রি ভর্তি করা হয়।
দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আছে ফ্রি ভর্তি সহ নানাবিধ সুযোগসুবিধা।
প্রথম ক্লাসের অভিজ্ঞতা বর্ণনা করে সাদিকা আক্তার বলেন – আমার ভালো লেগেছে তাদের শিক্ষাদান পদ্ধতি এবং মাধবদীতে তারা শ্রেষ্ঠ ও ব্যতিক্রম বলেই মনে হয়।
আরেক ছাত্র ইউসুফ বলেন – সুদক্ষ শিক্ষক, মনোরম পরিবেশ, পাঠদান এবং স্পোকেন ইংলিশ আমার কাছে শ্রেষ্ঠ বলেই মনে হয়েছে।
প্রতিষ্ঠানটি পরিচালক – মোঃ ইউসুফ মিয়া বলেন – মাধবদীতে আইটি ও স্পোকেন ইংলিশের ভালো এবং সময়োপযোগী প্রতিষ্ঠানের বড় অভাব। সেই দিকে লক্ষ্য রেখেই -ফ্রি ল্যান্সার’স আইটি ইনস্টিটিউটের সৃষ্টি।
সুদক্ষ ও অভিক্ষ শিক্ষক দ্বারা শিক্ষাদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেওয়া হয়।
আমরা স্বল্পমূল্যে ভর্তি ছাড়াও ৩০ জন মেয়ে শিক্ষার্থী ও ১৫ জন হাফেজ কে ফ্রি ভর্তি করেছি।
ছাত্র-ছাত্রীদের থেকে ভালো সাড়া পেয়ে যাচ্ছি।
মাধবদীতে আমরাই সেরা এবং এগিয়ে আছি তা নিঃসন্দেহে বলা যায়।
টাকা নয় সুনাগরিক গড়াই আমাদের লক্ষ্য।
তিনি আগ্রহী ছাত্র-ছাত্রীদের কে তার শিক্ষা প্রতিষ্ঠানে এসে স্বচক্ষে দেখে যাওয়ার ও আমন্ত্রণ জানান।