1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

আশ্রায়ন প্রকল্পের অসহায়দের কাজের ব্যবস্থা করতে বিভাগীয় কমিশনারের নিদের্শনা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল: ঢাকা বিভাগী কমিশনার মো: খলিলুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবথেকে সার্থক একটি প্রকল্প হচ্ছে আশ্রায়ন প্রকল্প। এই প্রকল্পের ঘরে যারা বসবাস করে থাকে তারা নিতান্ত দরিদ্র পরিবারের জায়গা জমি ও ঘরবাড়ি হারা। তাদের মধ্যে অনেকেই অভিবাকহীন। আর তারাই কর্ম না থাকায় অনেকটাই অসহায় জীভন যাপন করে থাকেন। তাদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কাজের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় অবস্থিত আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে এমন নির্দেশনা দিয়েছেন। এসসয় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব একটি প্রকল্প এটি। দেশে কোন লোক আশ্রয়হীন থাকবেনা এমন প্রতিশ্রুতিতে এই প্রকল্প গ্রহন করা হয়েছে। তাই এরফলে যাতে দেশের ভূমিহীন মানুষ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য মাঠ প্রশাসন কাজ করে যাচ্ছে। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, এসময় আরো বক্তৃতা করেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুম, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে গাছের চারা, সেলাই প্রশিক্ষনের উপকরণ ও পুজার উপহার সামগ্রী বিতরণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ে জেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সভাপতি, শিক্ষাবিধসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে আশ্রায়ন কর্ণার, সৌন্দর্যবর্ধণ কাজ উদ্বোধন করেন এবং ভূমি অধিগ্রহন শাখা পরিদর্শনকালে ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন করার জন্য পরামর্শ দেন প্রধান অতিথি। এছাড়া জেলা প্রশাসক প্রাঙ্গনে কৃষ্ণাচুড়া গাছের গাছের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.