সুমন পালঃ
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার বন্দরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করে, যার এফআইআর নং-২৩। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ঘটনার দিন দিবাগত রাত আনুমানিক ১/২ ঘটিকার মধ্যে ১২/১৩ জনের অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হানা দেয়। ডাকাতদল গেট টপকে ভিতরে প্রবেশ করে এবং কর্তব্যরত নিরাপত্তা প্রহরী, লাইনম্যান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার কে গামছা/রশি দিয়ে হাত পা বেধে ফেলে এবং জিম্মি করে। আগত ডাকাতদলের কয়েকজনের শরীরে ডিবি লিখিত পোষাক পরিহিত ছিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মেইন গেটের ০২টি ও স্টোর রুমের ০১টি তালা কেটে ফেলে। তারপর উক্ত সাব স্টেশনে রক্ষিত বিভিন্ন সাইজের বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসি টিভি ও কম্পিউটার এক্সসরিজ ডাকাতি করে পালিয়ে যায়। সিসিটিভি এবং কম্পিউটার ভাংচুর করে হার্ড ডিস্ক তারা নিয়ে যায়। উক্ত ডাকাতির ফলে অত্র অফিসের (পনের লাখ পঁচাশি হাজার পাঁচশত চুরানব্বই) টাকা ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের নেতা মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা মোঃ আদম আলী, সাং- বিরিকান্দি (পশ্চিম পাড়া), থানা- মাধবদী, জেলা- নরসিংদী’কে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর অভিযানে ১৮ এপ্রিল রাত সাড়ে ১২ ঘটিকার সময় মাধবদী থানাধীন বিবিরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।