ভ্রাম্যমাণ প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে চাচীর সাথে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্য হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নাবিলা নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার রসুলপুর মোল্লপাড়া গ্রামের জাকির হোসেন এর মেয়ে।
জানাগেছে, ঘটনার আগের দিন শুক্রবার (১১ এপ্রিল) নাবিলা তার চাচা শাকিলের শুশুর বাড়ি মাধবদী থানাধীন কান্দাইল মোল্লাপাড়া (খেতাপাড়া) গ্রামের খোকন মোল্লার বাড়িতে বেড়াতে আসে।
পরে ঘটনার দিন দুপুরে নাবিলা আক্তার ওই বাড়ির অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে বিলের পুকুর যা আমদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সাবেক মেম্বার এবাদুল্লাহ’র বালুর গাতা(গর্ত) নামে পরিচিত সেই পুকুরে গোসল করতে যায়। পুকুরে নাবিলা ও তার সাথে অন্য দুইজন একই সাথে গোসল করতে নেমে পানিতে ডুব দিলে নাবিলা ছাড়া বাকি দুইজন উপরে উঠে আসে। শিশুরা নাবিলাকে দেখতে না পেয়ে বাড়িতে চলে যায় এবং ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপ থাকে। পরে নাবিলা বাড়িতে ফেরত না আসায় নাবিলার কাকা- কাকি সহ অন্যান্যরা দুই শিশুকে নাবিল কোথায় জানতে চাইলে তারা জানায় নাবিলা গোসল করতে নেমে আর উপরে উঠে আসেনি। এঘটনায় বাড়ি ও এলাবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে নাবিলাকে খুঁজতে থাকে। খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে অনেক খোঁজাখুঁজি করে নাবিলাকে উদ্ধার করলেও ততক্ষণে নাবিলার দেহে আর প্রাণ নেই। পরে নাবিলার পরিবার এসে তার মরদেহ নাবিলার নিজ বাড়ি আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে নিয়ে নামাযে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করে।