সুমন পালঃ
চৌয়া দারুল হুদা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কমিটির আয়োজনে ৩রা এপ্রিল বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে উন্নতি কল্পে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া। চৌয়া দারুল হুদা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের মৎস ও পশু পালন সম্পাদক জাহিদ হাসান, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ইয়াকুব আলী, মেহেরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি সোহেল প্রধান, মেহেরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ সভাপতি রুপ মিয়া খান, সহ সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন মাদ্রাসা কমিটিকে কেন্দ্র করে কোন প্রকার ষড়যন্ত্র করলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। যারা এ ধরনের ষড়যন্ত্র করছেন তাদের বিগত সময়ের কর্মকান্ডের আমল নামা আমাদের কাছে আছে। আমরা কিছু বলছি না বলে আপনারা ভাবছেন আমরা আপনাদের ছেড়ে দিয়েছি, যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে অপকর্ম করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় ভাবে ও সামাজিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।