সুমন পালঃ
ঢাকা বিভাগের অন্তর্গত নরসিংদী জেলার আয়তন ৫০কিঃমিঃ। এ জেলার কাপড়, সবজি ও ফলের দেশব্যাপী সুনাম রয়েছে। নরসিংদী জেলার আইন শৃঙ্খলার আরো মান উন্নয়নের লক্ষে নরসিংদী জেলা ডিবি পুলিশকে দুইটি জোনে বিভক্ত করা হয়েছে। জোন দুটি হলো দক্ষিন জোন ও উত্তর জোন। দক্ষিণ জোন নরসিংদী মডেল থানা, মাধবদী থানা এবং পলাশ থানা নিয়ে গঠিত। দক্ষিন জোনের ইনচার্জ হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক মোঃ এরশাদ উল্ল্যাহ। অপরদিকে শিবপুর মডেল থানা, মনোহরদী থানা, রায়পুরা থানা এবং বেলাব থানা নিয়ে উত্তর জোন গঠিত। উত্তর জোনের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা শাখার জেষ্ঠ্য পুলিশ পরিদর্শক আবুল কায়েস আকন্দকে।