সুমন পালঃ
নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে নরসিংদীর মাধবদীতে আদ দাওয়াহ ফাউন্ডেশন এর আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ১৪ মার্চ শুক্রবার বাদ জুম্মা মাধবদী বাজার বড় মসজিদ থেকে একটি র্যালী বের হয়ে মাধবদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসপি স্কুল মাঠ সংলগ্ন এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। আদ দাওয়াহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমানে মা-বোনরা নিজ ঘর ও রাস্তা ঘাটে নিরাপদ নয়, তাদের নিরাপত্তা নিশ্চিতে ধর্ষকের শাস্তি মৃত্যু দন্ডের বিধান রেখে দ্রুত আইন সংশোধন করার দাবী জানাচ্ছি।