প্রতিনিধি নরসিংদী : প্রচন্ড দাবদাহে সারা দেশের ন্যায় যখন নরসিংদী পুড়ছে তখন মঙ্গলবার (১৬ এপ্রিল ২৪) বিকাল পৌনে চারটায় শুরু হয় কাঙ্খিত ভারী বৃষ্টিপাত। পরে বজ্রপাতসহ তা দমকা হাওয়াতে রূপ নেয়।
ভারী বৃষ্টিপাতের কারণে জনমনে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস ও আনন্দ। সচেতন মহলের ধারণা, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমার পাশাপাশি বৈশাখী ফসলের ও উপকার হবে। তাছাড়া, তাপমাত্রার ফলে যেসব রোগবালাই দেখা দিয়েছিল তাও কমে আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের কোন খবর পাওয়া যায়নি।
প্রকৃতি তার চিরাচরিত রূপেই ফিরে আসে এটাই সত্য।