1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হাসিমের ২৯তম মৃত্যু বার্ষিকী নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিন্টুর নেতৃত্বাধীন ১৮ পরিচালক নির্বাচিত নরসিংদীতে এসএসসি ৯৪ বন্ধনের পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ইসকন নিষিদ্ধের দাবীতে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক আমদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বিরামপুর রয়েলস বিজয়ী মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সৌজন্য সাক্ষাৎ কান্দাইল বাসস্ট্যান্ড বাজার পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা ও বিএনপির অফিস উদ্বোধন

মাধবদী প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

  • আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৯৬ জন দেখেছেন

সুমন পালঃ প্রতি বছরের ন্যায় এ বছরও মাধবদী প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। গত ২৭ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৬টায় মাধবদী প্রেসক্লাবের সম্মুখ থেকে দুটো হাইএক্স গাড়ী যোগে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক ঘন্টা জার্নি করে বিমান বন্দরে পৌছে। বিমান বন্দরে পৌছার পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সকাল ৮টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঘন্টা খানেক পর কক্সবাজার বিমান বন্দরে পৌছে অটোরিকশা যোগে হোটেল কক্স ভেকেশন এ পৌছে যার যার নির্ধারিত রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নাস্তা করে যার যার মতো ঘুরাঘুরি। দুপুরে সকলে মিলে পউষি রেস্টুরেন্টে খাবার খেয়ে হিমছড়ির উদ্দেশ্যে রওয়ানা। সেখানে ঘুরাঘুরি করে সন্ধ্যার পর কক্সবাজার পৌছে বৈশাখী রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বিচে ঘুরাঘুরি করে হোটেলে রাত্রী যাপন। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষে ইঞ্জিন চালিত বোটে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সেখানে পৌছে আদিনাথ মন্দির, মহেশখালী বৌদ্ধ মন্দির, শুটকি পল্লী ও লবণ চাষ দেখে পুনরায় বোট যোগে কক্সবাজার পৌছে আল গণি হোটেলে দুপুরের খাবার খেয়ে হোটেলে পৌছা। সন্ধ্যার পর কলাতলী রেস্টুরেন্টে কুড়াল মাছের বারবি কিউ রুটি দিয়ে খাওয়া। খাওয়া শেষে প্রত্যেকে যার যার মতো কেনাকাটা করে হোটেলে ফেরা। পরদিন ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নাস্তা খেয়ে হোটেলের সামনে থেকে অটোরিকশা যোগে কক্সবাজার রেলওয়ে ষ্টেশন পৌছে নির্ধারিত আসনে বসে যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত নয়টার দিকে বিমান বন্দর রেলস্টেশনে পৌঁছে গাড়ি যোগে মাধবদী পৌছে যার যার নীড়ে ফেরা। কক্সবাজারে সফরে গিয়ে প্রাকৃতিক লীলাভূমি সাগরের দৃশ্য এবং বিভিন্ন স্পট ঘুরে সবাই খুশি। মাধবদী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবুল হাসনাত মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং ভ্রমণ বাস্তবায়ন কমিটি সহ ভ্রমণে অংশ গ্রহণ করা সকলের সহযোগিতায় আনন্দঘন কাটে দিন গুলি। ভ্রমণে অংশগ্রহণ করেন আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া(ভিপি জসিম), এমদাদুল ইসলাম খোকন, মোঃ সেলিম মিয়া, হাজী ছবির মিয়া, অধ্যাপক মোহাঃ শেখ সাদী, মশিউর রহমান সিরাজ, মোঃ মকবুল হোসেন, ওবায়দুর রহমান, মোঃ হোসেন আলী, আবুল বাশার বাছির, জি এম ওহাব, ফজলুল হক মিলন, মোহাম্মদ আল আমিন, মোজাম্মল হক দিনার চৌধুরী, রেজাউল করিম, মোঃ জাকারিয়া, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ মুছা মিয়া, সুমন পাল, কাজী জয়নাল আবেদীন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.