সুমন পালঃ
৬৮নং ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশন। ২৭ জুলাই রবিবার সকালে
ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রনী পর্যন্ত ১৮২ জন শিক্ষারর্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, কাটার, রাবার প্রভৃতি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি ও জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোক্তাদিন হোসেন ভূইয়া, জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক আব্দুল মোহাইমিন ভূইয়া, সহ সভাপতি এড. রাশেদ রায়হান, শিক্ষক প্রতিনিধি শারমিন সুলতানা, সদস্য আলতাফ মাহমুদ, সদস্য মোঃ ফয়সাল বাদশা, সদস্য জান্নাতুল ফেরদৌস রিমা, সদস্য এড. মেহেদী হাসান প্রান্ত, ৬৮নং ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সাবিকুন্ নাহার প্রমুখ।