সুমন পালঃ
ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোমেন মোল্লা। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুল মাসুম মোল্লা, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, মাসুদ পারভেজ সহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৌলভী সোহরাব হোসেন।