1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত মাধবদীতে নতুন ঠিকানায় রাধুনী রেস্টুরেন্ট মাধবদীতে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

যৌতুক মামলা দায়ের করে নিরাপত্তার দাবীতে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৩০ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি: স্বামীর বিরোদ্ধে যৌতুক মামলা দায়ের করে নিরাপত্তা হীনতায় ভুগছে রাবেয়া আক্তার সাথী নামে এক গৃহকর্মী। আর এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। আজ শুক্রবার (২৬ আগষ্ট) দুপুরে পলাশের চরসিন্দুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী রাবেয়া আক্তার সাথী। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১ মার্চ ৫০ হাজার টাকা রেজিস্ট্রি কাবিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার খোজেখালী গ্রামের শফি উদ্দিনের ছেলে মীর ইলিয়াছ হোসেন সোহেল রানা নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয় নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার ভূক্তভোগী রাবেয়া আক্তার সাথীর। বিয়ের পর স্ত্রীর মর্যাদা ও ভরণপোষন না দিয়ে ৩০ লাখ টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে। শুধু তাই নয়, বিয়ের একমাস পর সোহেল রানার পরিবারের খোজ নিয়ে জানা যায় বাড়িতে তার স্ত্রী ও সন্তান রয়েছে। এই বিষয়ে সোহেল রানার কাছে জানতে চাইলে সাথীর কাছ থেকে ছিটকে যেতে নানা রকম তালবাহানা শুরু করেন সোহেল রানা। এই ঘটনায় নরসিংদী আদালতে মামলা দায়ের করলে সোহেল বিষয়টি পারিবারিকভাবে সমাধানের আশ্বাস ও ভরণপোষনের অঙ্গীকার করেন। এর একমাস যেতে না যেতেই পুনরায় যৌতুক দাবী ও নির্যাতন শুরু করলে আদালতে মামলাটি পুনরায় চলমান প্রকৃয়া শুরু করেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী রাবেয়া আক্তার সাথী আরো জানান, মামলা দায়ের করার পর থেকে বিভিন্ন লোক মারফত ও মোবাইলে নানা রকম হুমকি ধামকি ও মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাস্তাঘাটে চলাফেরা করতে এখন নিরাপত্তার অভাব বোধ করছি। ভূক্তভোগী ও তার পরিবারের সদস্যদের অপহরণসহ ক্ষতি করার হুমকি দিয়ে আসছে সোহেল রানা। এই অবস্থায় জীবনের নিরাপত্তা ও অপপ্রচারের বিরোদ্ধে প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভূক্তভোগীর পরিবার। এসময় ভূক্তভোগী রাবেয়া আক্তার সাথীর মা মিনারা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.