1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমান কোটি টাকা “ভুয়া ডিবি পরিচয়ে’’ ডাকাতির ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ মাধবদীতে ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ মাধবদীতে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল চাচীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ ও সকালের নাস্তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা ও গণ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩ মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আইনুল, কোষাধ্যক্ষ ছাদেক শেখেরচর বাজারে আদালতের আদেশ অমান্য করেও দোকান ঘর দখলের পায়তারা

দাবী আদায়ের লক্ষ্যে ৩য় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি শুরু

  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৪৭ জন দেখেছেন


নরসিংদী প্রতিনিধি:
সরকারের মাঠ প্রশাসনের বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের (রাজস্ব) শাখার তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীত করনের দাবী কর্মবিরতি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ন্যায় নরসিংদীতেও দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নরসিংদী জেলা শাখার আয়োজনে জেলার ৬টি উপজেলার প্রায় ৩শতাধিক কর্মচারী এতে অংশ নেয়।
এসময় কর্মচারীরা প্রধানমন্ত্রী কর্তৃক ২০২১ সালের ২৪ জানুয়ারী অনুমোদনকৃত পত্রের বাস্তবায়ন দাবী করেন। এছাড়া প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত পত্রে অর্থসচিবের বাধাদানে অর্থসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানানো হয়। কর্মচারীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
কর্মবিরতি পালনকালে তারা বলেন, একই সরকারের কাজ করে দুই গ্রেড, তিন গ্রেড এমন কি কোথাও কোথাও ৫ গ্রেড নিচে থাকা কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন করে তাদের বেতন গ্রেড উন্নীত করা হয়। এটা আমাদের সাথে প্রতারনা ও প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। কর্মচারীদের এই দাবীর সাথে সম্মতি জানিয়ে প্রদানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন কিন্তু অর্থ সচিব তা আটকে রেখেছেন। এটা হতে পারেনা। এই অর্থসচিব প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত ফাইলে বাধা দিয়ে কর্মচারীদের মাঠে নামিয়েছেন, তারজন্য প্রমান হয় তিনি সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাচ্ছেন। তাই তিনি আর ক্ষমতায় থাকার যোগ্য নয়। তাকে অচিরেই বাধ্যতামূলক অবসরে যাওয়া উচিত বলে মন্তুব্য করেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদী শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ: রউফ, ফারুক ভূইয়াসহ অন্যরা।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী
০১.০৩.২২

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.