মোঃ নুর আলমঃ
মাধবদীতে লকডাউন অমান্য করায় এক ফার্নিচার দোকানদারকে ১০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার কঠোর লক ডাউনের মধ্যে ফার্নিচারের দোকান খোলা রাখায় দশ হাজার টাকা জরিমানা করেছে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
লকডাউনে সরকারি নির্দেশনা নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসন মাধবদী বাজারে অভিযান পরিচালনা করেন। এসয় আরও উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন।
সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে মাধবদীতে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে পুলিশের বিভিন্ন টিমের সদস্যরা । যারা যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদের আইনের আওতায় ও জরিমানা করা হচ্ছে। তবে অনেকেই ঘর ছেড়ে কোন কারণ ছাড়াই বেরিয়ে পরছে।