সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ ১২ ডিসেম্বর সোমবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, গত ১ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়নগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৩টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিলো। একাধিকবার এসব সংযোগ প্রাথমিকভাবে বন্ধ করা হলেও কিছুদিন পর পুনরায় চালু হয়েছে। এইবার, স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে, যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তার ফলে প্রতিমাসে অন্তত ৩ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। যা, গত ১ যুগ ধরে প্রতিমাসে লোকসান দিতে হয়েছিলো। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানা গুলো পর্যাপ্ত গ্যাস পাবে এবং গতি বাড়বে বলে ভাষ্য তিতাস গ্যাস কতৃপক্ষের। এসময়, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর, র্যাব-১১ নরসিংদী সিপিসি এর সিনিয়র ডিএডি সাইজুল ইসলাম, তিতাস গ্যাস নরসিংদী ডিজিএম প্রকৌশলী নাসিমুল ইসলাম, প্রকৌশলী এমদাদুল হক, মাকসুদুল রহমান, প্রকৌশলী জিয়াউদ্দিন হাওলাদার, মাধবদী থানার অফিসার ইনচার্জ(অপারেশন) মো: জসিম উদ্দিন সহ নরসিংদী ও নারায়নগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##