1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনে নরসিংদীর কৃতী সন্তান নির্বাচিত

  • আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৭১ জন দেখেছেন

সুমন পাল ঃ

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন – ২০২২ গত ২০ মার্চ রোববার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এবারের নির্বাচন খুবই প্রতিযোগিতাপূর্ন ও উৎসব মুখর পরিবেশে সারাদেশের সকল সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, দপ্তর, অধিদপ্তর এবং শিক্ষা ক্যাডারের কর্মরত প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ন হয়। গত ২৫ মার্চ নির্বাচিতদের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী ও ইডেন কলেজ ঢাকায় কর্মরত রেহেনা পারভীন নেতৃত্বাধীন প্যানেলে মনোনীত হয়ে নরসিংদীর কৃতী সন্তান সরকার আওলাদ হোসেন নির্বাহী সদস্য পদে( কুমিল্লা – নোয়াখালী বিভাগ) হতে বিপুল ভোটে নির্বাচিত হন। সরকার আওলাদ হোসেন ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে শিক্ষা ক্যাডারের যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ(এস.এ) কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে কর্মরত আছেন। তিনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ টিচার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও ৩৪তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তাঁর নিজ বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীন পাকুরিয়া গ্রামে হাজী মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও মানবিক সমাজ গঠনে সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করছেন। উল্লেখ্য, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, সভাপতি এবং মোঃ শওকত হোসেন মোল্লা, মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.