আবদুল হান্নান মানিক:-
শিবপুর উপজেলায় করোনার কারনে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা (এসএমই) ঋণ বিতরণ করা হয়েছে।১২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সর্দার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।