নাসিম আজাদ,পলাশ (নরসিংদী)প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে মোট ১০ টি স্থানীয় ফুটবল টিম অংশগ্রহন করেছে। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে ২৮ জুলাই বুধবার বিকেল ৪ টায় দড়িচর ব্রীজ সংলগ্ন বালুর মাঠে টুর্নামেন্টের শুভ উদ্ভোদন করা হয়।
উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর,যুবলীগ সাধারণ সম্পাদক মীর আমিনুল ইসলাম ও মনজুরুল হক ভূইয়া।
মীর মোঃ রোমান মিয়ার সভাপতিত্বে টুর্ণামেন্টের শুভ উদ্ভোদন করেন, গজারিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মীর মোঃ বাবুল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাখাওয়াত মোল্লা, মীর মোঃ আরিফ, জাহিদ ভূইয়া ও মীর মোঃ শাকিল মিয়া।
উদ্ভোদনী খেলা, দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। কারারচর নীলপদ্ম একাদশ বনান দড়িচর ইয়াং স্টার ক্লাব।নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কেউ কারো পক্ষে গোল করতে না পারায়, ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে খেলা শেষ হয়। এতে নীলপদ্ম একাদশ, ইয়াং স্টারকে ১-০ গোলে পরাজিত করে।