সুমন পালঃ সরকারি আদেশ এবং ১লা মে জাতীয় ছুটি অমান্য করে স্কুল খোলা রেখেছে নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের জ্ঞানের আলো কিন্ডারগার্টেন।খোঁজ নিয়ে জানা যায়, জ্ঞানের আলো কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল ইউনুছ কবির তার মনগড়া মতো এ বিদ্যাপিঠ পরিচালনা করে। সে সরকারী কোন আদেশ নির্দেশের তোয়াক্কা করে না।সে এ বিদ্যাপিঠকে ব্যবসায়ীক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে।এ বিদ্যাপিঠে যে ক্লাস রুম রয়েছে তা টিনের চালের হওয়ায় রৌদ্রের তাপ চালের উপর পরে সরাসরি কোমলমতি শিশুদের উপর প্রভাব ফেলে।এতে করে শিশুরা নানা রকম অস্থিরতার স্বীকার হয়। তীব্র তাপদাহে সরকার যেখানে কোমলমতি শিশুদের কথা চিন্তা করে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে, সেখানে জ্ঞানের আলো কিন্ডারগার্টেন তা অমান্য করে ক্লাস ও পরিক্ষা পরিচালনা করছে। শুধু তাই নয়, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসেও স্কুল খোলা রেখে নেওয়া হয়েছে পরিক্ষা।প্রিন্সিপালের এ সেস্বাচারীতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। জাতীয় দিবস গুলোতেও স্কুলের পক্ষ থেকে কোন কার্যক্রম পালন করা হয় না বলেও অভিযোগ রয়েছে। জ্ঞানের আলো কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল ইউনুস কবিরের সাথে যোগাযোগ করলে সে বলে সরকারি আদেশ কেউ পালন করেনা, জোর করে পালন করায়। প্রচন্ড গরমের কারণে বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান ২রা মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অথচ বালাপুর জ্ঞানের আলো কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল ইউনুস কবির সরকারি আদেশ অমান্য করে স্কুল খোলা রেখেছে। সে আরো বলে স্কুল খোলা না রাখলে এবং পরীক্ষা না নিলে কেউ টাকা দিতে চায় না। টাকা উঠানোর জন্য স্কুল খোলা রেখে পরীক্ষা নিয়েছি। তার কথার পরিপ্রেক্ষিতে বলা যায় কি? ইউনুস কবির শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা পরিচালনা করছেন।