নিজস্ব প্রতিনিধি:
পলাশের খানেপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির কো অপ্ট সদস্য আকরাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য মো: ছানা উল্লাহ গাজী, মো: ফারুক আহমেদ, পলাশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, খানেপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীরসহ অন্যরা।