মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশের সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদী -২ পলাশের সাবেক সংসদ সদস্য মোঃ কামরুল আশরাফ খাঁন পোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মোক্তাদীন ডাইং এর এমডি মোঃ জাকির হোসেন, ব্রাদার্স ডাইং এর এমডি আয়েব আলী, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত, আমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু প্রমূখ।