সুমন পালঃ
প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত ঐতিহ্যবাহী মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মাধবদী থানার নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব প্রাঙ্গণে ১৩ডিসেম্বর শুক্রবার রাতে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে মাধবদী থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় জোর দাবি জানান। নবাগত অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন আমি আমার সর্বোচ্চ সেরাটা দিয়ে মাধবদীতে কাজ করে যাব। মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই ভুলের উর্ধ্বে নই, আমার চলার পথে যদি কোন প্রকার ভুলত্রুটি হয় তাহলে আপনারা আমাকে ভুল সুদ্রানোর সুযোগ দিবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, সাপ্তাহিক বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা মিয়া, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য ফজলুল হক মিলন, সদস্য কাজী জয়নাল, মোঃ আল আমিন, হুমায়ুন কবির, সুমন পাল, মোঃ মনিরুজ্জামান, মামুনুর রশিদ, আনিসুর রহমান সুমন, এসআই ইউসুফ আহম্মেদ প্রমুখ।