সুমন পালঃ
খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী ১৪ ডিসেম্বর শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আজহারুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন মাধবদী দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শাইখুল হাদীস আল্লামা রফিকুর রহমান দাঃ বাঃ। খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি সালাউদ্দিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খোর্দ্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, অত্র মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ মোল্লা, ক্যাশিয়ার হাজী আলমাছ মিয়া, সদস্য হাজী রবিউল্লাহ মোল্লা, মোঃ ছবির হোসেন, মোঃ আল আমিন, মোঃ আবুজর গিফারী, মোঃ নাদিম, মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও ছাত্রীবৃন্দ। বক্তব্য শেষে ১৩টি ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।