সুমন পালঃ
১৮ ও ১৯ডিসেম্বর দুইদিন ব্যাপী মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে। এবছর মোট ১০৮৪জন শিক্ষার্থী বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। যার মধ্যে নার্সারিতে ২৬২জন, প্রথম শ্রেণিতে ১৭৮জন, দ্বিতীয় শ্রেণিতে ১৬৫জন, তৃতীয় শ্রেণিতে ১৬৫জন, চতুর্থ শ্রেণিতে ১৪৬জন এবং পঞ্চম শ্রেণিতে ১৬৮জন। দুইদিন ব্যাপী মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ছালেহ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, মাধবদী কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য নুরুল হক, মাধবদী শহর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এহতেশামুল হক মাসুম মিয়া, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব মোস্তফা আজিজুল করিম, মোঃ হোসেন আলী, উপদেষ্টা ও পরিক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন, কার্যকরী পরিষদের সভাপতি ইঞ্জিঃ মফিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা শাজাহান, সহ সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুযাইফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুজি আক্তার, নির্বাহী সদস্য মোঃ সাইফুর রহমান সায়েম।