মুহাম্মদ মুছা মিয়া: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাধবদীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস পালন করা হয়েছে। তার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন , কুরআন তেলাওয়াত, বিজয় র্যালি, আলোচনা সভা, চিত্রংকণ প্রতিযোগীতা, মিলাদ ও দোয়া মাহফিল।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় মাধবদী প্রেসক্লাবের সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, মোঃ ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, সদস্য মোঃ জয়নাল আবেদীন, সুমন চন্দ্র পালসহ সংগঠনের সদস্যদের নিয়ে নিজ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থানা শাখার আয়োজনে সকাল সাড়ে ৮টা থেকে মাধবদী গরুরহাট বিজয় মঞ্চ-৭১ এ নেতাকর্মীরা একত্রিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি র্যালি বের করে মাধবদী বাসস্টেন্ড গিয়ে শেষ করে। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর শুরা ও কর্ম পরিষদের সদস্য মোঃ ইসমাইল হোসেন, মাধবদী শহর শাখার জামায়াত নেতা শফিউদ্দিন মোল্লা, বাংলাদেশ ইসলাশী ছাত্রশিবির মাধবদী থানা শাখার সভাপতি মোঃ সোহাগ প্রমূখ।
দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌরসভা শাখার আয়োজনে পতাকা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ইসলাশী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরসভার সভাপতি মুহাম্মদ ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম।
দিবসটি উপলক্ষে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, মোঃ আনোয়ার হোসেন আনু, মাধবদী পৌরসভা শাখার সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী থানা সেচ্ছাসেবকদলের আহŸায়ক আব্দুল্লাহ রাজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও মাধবদী বাজার বণিক সমিতি, পৌলানপুর ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসা, মাধবদী মহাবিদ্যালয়, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী এসপি ইনস্টিটিউশন, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেন, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫