সুমন পালঃ
১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় মাধবদী শহরে পতাকা র্যালি ও আলোচনা সভা করে ইসলামী আন্দোলন মাধবদী থানা ও পৌর শাখা। এসময় পৌর শাখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা বিন কাসিম। বক্তব্যে তিনি বলেন ২৪ ও ৭১ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানে বিজয় দিবসকে অর্থবহ করতে হলে সর্বত্র বৈষম্য দূর করতে হবে। এক সৈরাচার দূরে পালিয়েছে আরেক সৈরাচার এসে যেন আমাদের বিজয়কে ম্লান করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে। এসময় তিনি আরো বলেন স্বাধীনতা উত্তর বিজয়কে অর্থবহ করতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে।
মাধবদী থানা ইসলামী আন্দোলন সেক্রেটারি আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের, জেলা যুব আন্দোলন সভাপতি জয়নুল আবেদীন ভুইয়া, মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতী কাওসার আহমাদ ভূইয়া, থানা ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম, থানা যুব আন্দোলন সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মাস্টার, যুব নেতা আরিফুর রহমান, ছাত্র নেতা সজিব রায়হান সোয়াদ, শাখাওয়াত হোসেন, শ্রমিক আন্দোলন নেতা নযরুল ইসলাম, পৌর আন্দোলন সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া, আলহাজ্ব আব্দুল আওয়াল মিয়া।
এসময় তারা শহরের বিভিন্ন স্থানে পতাকা হাতে র্যালি করে রাইন ওকে মার্কেটের সামনে শেষ করে।