শরীফ ইকবাল রাসেল:
নরসিংদীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুণার্মেন্টে এবারও চ্যাম্পিয়ান হলো সাটিরপাড়া কালিকুমার ইন্সস্টিটিউট এন্ড কলেজ। এই নিয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবেই ৮বার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এর আগে ধারাবাহিকভাবেই ৩বার রানার আপ হওয়ার গৌরব অর্জণ করে এই প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে নরসিংদী ক্রিড়া সংষ্থার সহযোগিতায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এবারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সাটিরপাড়া কালি কুমার ইন্সস্টিটিউট টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের বিপরীতে ৩৯ ওভার ১ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ নিয়ে মাঠে নেমে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় ২৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯১ রান করে পরাজিত হয়। টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো: আনিসুর রহমান ভূইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, ক্রীড়া সংষ্থার সাধারণ সম্পাদক মো: শাহীনুল ইসলাম ভূইয়া, প্রাইম ব্যাংকের শিবপুর শাখার এসএ ভিপি সাকিল আহম্মদ খান, সহসভাপতি মোস্তফা মিয়া, সাবেক অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়া, সদস্য মিনহাজুর রহমান, শফিকুল মো: রানা ও মহিলা ক্রিড়া সংষ্থার সাধারণ সম্পাদিকা তাহমিনা আক্তার লাইলীসহ অন্যরা। টুর্ণামেন্টে মোট ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এরা হলো: সাটির পাড়া কালিকুমার ইন্সস্টিটিউট, গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারী উচ্চ বিদ্যালয়, প্রাণ আরএফএল স্কুল, নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।