সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ছাত্রদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা ২৯ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সবুর। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কো-অপ সদস্য, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঈনুল ইসলাম ভূইয়া , অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য আলহাজ্ব আবুল হাসেম, অভিভাবক সদস্য মোঃ রিয়াজুল ইসলাম ভূইয়া, মোঃ আলমগীর মিয়া, শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি আলী আহমেদ , সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নিপা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও অতিথি বৃন্দ। উক্ত ফুটবল খেলায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণি অংশ গ্রহণ করে, এতে ৬ষ্ঠ শ্রেণি ট্রাইবেকারে ৪-৩ গোলে বিজয়ী হয়। পরে বিকেল ৩টায় ১০ম শ্রেণির ছাত্ররা সাদা ও নীল দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে সাদা দল ৪-৩গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।