1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

অভিবাসী সম্মেলন অনুস্ঠানে বক্তারা প্রবাসীদের হয়রানী বন্ধে স্থায়ী সমাধান চাই

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪৬ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেলঃ বিদেশ ফেরত অভিবাসীদের সংগঠন অভিবাসী ফোরামের উদ্যোগে অভিবাসী সম্মেলন অনুস্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) নারায়নগঞ্জের সোনারগাঁ বেইস প্রাঙ্গনে অনুস্ঠিত হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে এই সম্মেলন অনুস্ঠিত হয়। নরসিংদী সদর নারায়ণগঞ্জের আড়াইহাজার, মুন্সিগঞ্জ সদর, কুমিল্লার বি.পাড়া ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেরার প্রায় ৬ শতাধিক অভিবাসী সদস্য সম্মলনে অংশ গ্রহন করেন। ওকাপের চেয়ারম্যান সাকিরুল ইসলাম এর সবাপতিত্ব নারায়নগঞ্জ-২(আড়াই হাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচারক শহিদুল আলম (এনডিসি), ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, নারী অধিকার ফোরামের কেন্দ্রীয় সবানেত্রী সুমাইয়া আক্তার, ওকাপের প্রকল্প কর্মকর্তা এ এ মামুন, অভিবাসী ফোরাম সদস্য রাশিদা বেগম ও নজরুল ইসলামসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন,ওকাপ গত এক দশক থেকে এর কর্ম এলাকায় বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে নারায়ণগঞ্জের আড়াইহাজার, মুন্সিগঞ্জ সদর, নরসিংদী সদর, কুমিল্লার বি.পাড়া, ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় ১৫০০ জন বিদেশ ফেরত কর্মী অভিবাসী ফোরামের পতাকাতলে একত্রিত হয়েছে। তারা বরেন, নিজেরা যাতে তাদের কমিউনিটিকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করতে পারেন, বিদেশ ফেরত কর্মীকে সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহায়তা করতে পারেন এবং অভিবাসীর অধিকার ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। সেই লক্ষে কাজ করে যাবেন। সরকারের উদ্দেশে বক্তারা বলেন, প্রবাসীদের ঋৃণ পদ্ধতি আরো সহজ করার পাশাপাশি প্রতি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিস্ঠা করণ, বিমানবন্দরে যাত্রী হয়রানী বন্ধ করা ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে প্রবাসীদের জন্য সহযোগিতার মনোভাব বৃদ্ধি করারও অনুরোধ জানানো হয়। এসময় প্রবাসীদের হয়রানী বন্ধে স্থায়ী সমাদানের দাবী জানানো হয় সরকারের প্রতি। #

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.