1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭৩ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে আজ সোমবার (৮ মে) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সংগঠনের নরসিংদী ইউনিটের সেক্রেটারী ও ডেলিগেট আব্দুস সাত্তার, সদস্য মেরাজ মাহমুদ ও তোফায়েল আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের যুব রেডক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা।
রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনাল্ট এর জন্ম বার্ষিকী উপলক্ষে সারাবিশে^ দিবসটি পালিত হয়ে আসছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.