নরসিংদী প্রতিনিধি:
“মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”, আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক, এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় দুই হাজার ৮শত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ব্যঅকের পলাশ শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোহাম্মাদ উল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন।
পলাশ শাখা ব্যবস্থাপক মো: বেল্লাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের সহকারি ব্যবস্থাপক আব্দুল মান্নান ভুইয়া, এসপিও এবং বিনিয়োগ বিভাগের প্রধান আনিছ মৃধা, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান ও সহকারী প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির।
আলোচনা শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের প্রায় দু হাজার ৮শ সদস্যদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।