শরীফ ইকবাল রাসেল:
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে গত ৩ মার্চ বিকেলে নরসিংদীর একটি হোটেলে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স প্রকল্পের ‘এক্সেস টু জাস্টিস’কার্যক্রমের আওতায় আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদীর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজী। এসময় জেলা লিগাল এইড ইনচার্জ জান্নাতুল ফেরদৌস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস শারমিন আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস মারুফা আক্তার, জুডিশিয়াল ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এনামুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শিরিন আক্তার শেলী।
প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে কিন্তু, এদের অনেকেই অসচেতনতার কারনে বিপদে পড়ছেন। এক্ষেত্রে তাদের জন্য আইনী সেবা নিশ্চিত করতে হবে। সভার সভাপতি তার বক্তব্যে ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের উপর জোর দেন। তিনি আরো বলেন, বিচারকার্যের দীর্ঘসূত্রীতার কারনে আসামীরা পার পেয়ে যায়, ফলে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। অনুষ্ঠানে সিম্স প্রকল্পের মাধ্যমে আইনীসেবা গ্রহণকারী একজন উপকারভোগী অভিবাসনকর্মী উপস্থিত থেকে তার অভিজ্ঞতার বর্ণনা করেন। এছাড়াও “নারীদের জন্য বিনিয়োগ করুন: অগ্রগতি তরান্বিত করুন”এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এড. সালমা আলী নারী অভিবাসনকর্মীদের অধিকার বিষয়ে আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, ওকাপ এর প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।