1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নিখোজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্তর লাশ উদ্ধার মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান লাগামহীন মোটরসাইকেল, ১৫ দিনেই ঝরল ৬ তরুণ প্রাণ বন্ধন জনকল্যান সংস্থার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে মাদক সহ একজন আটক মাধবদীতে ক্রেতা সংকট: রাস্তায় পচছে কোরবানির চামড়া মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ হস্তান্তর করলো অ্যাডভোকেট মনসুর আলী শিকদারকে মাধবদীতে বাস ভাড়া ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান বিজয়ী

মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে মাধবদীর ড্রিম হলিডে পার্কে ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট, শদীহ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোল্লা। মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী আব্দুল মালেক মোল্ল্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদও উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, বিএনপির সুইডেন শাখার সিনিয়র বাইস প্রেসিডেন্ট মোঃ শাহান শাহ খন্দকার সোহেল, রমনী গ্রæপের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন ভূইয়া লিটন, মাধবদী পৌরসভা শাখা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আলআমিন রহমান, নরসিংদী উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীরপ্রমূখ।
উল্লেখ্য যে ২০২৪ সালের ডিসেম্বরে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মাধবদী থানা এলাকার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শত পরীক্ষার্থী বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৫০১ জন শিক্ষার্থী বৃত্তি পায়। সেই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়েই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্তদের সনদপত্র ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.