সুমন পালঃ
মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিঃএর ৪০ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৯ ডিসেম্বর শনিবার সমিতি কার্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃএর সভাপতি হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিঃ এর পরিচালক মনোয়ার হোসেন, পরিচালক মোঃ সিরাজুল ইসলাম শফি, সমবায় কটন মিলস্ লিমিটেড ব্যক্তি সদস্য ও মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলফাজউদ্দিন, মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম, সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিমিটেড এর ব্যক্তি সদস্য বিশিষ্ট সমবায়ী হাজী নুর ইসলাম, মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি ওবায়দুর রহমান,
সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিঃ এর ব্যক্তি সদস্য হাজী ছবির মিয়া, সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ম্যানেজার আসলাম উদ্দিন, সভা পরিচালনা করেল সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিঃ এর কর্মকর্তা মোঃ বেলাল আহাম্মদ।