সুমন পালঃ আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সমগ্র বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে ৬৪৪টি ভোট কেন্দ্রের জন্য
গত ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী ১ম ধাপে ২০০জন আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন সেলিম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজাহ, সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস, পলাশ উপজেলা প্রশিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, শিবপুর উপজেলা প্রশিক্ষক
মোঃ আনিসুজ্জামান, ব্যাটালিয়ন আনসার প্রমুখ।