1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবদীতে মহিষাশুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালি রিক এর আয়োজনে লিঙ্গ সমতা সংক্রান্ত পরামর্শ সভা পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন মাধবদী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি রিক এর আয়োজনে প্রবীনদের নিয়ে দূর্যোগ ও জলবায়ু সচেতনা মূলক সভা মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে ৩৬ জুলাই অভ্যুত্থান দিবস পালন মরহুম হাজী এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট 

নরসিংদীতে মশার ঔষদের বিষক্রিয়া স্কুলের ১০ শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭৬৮ জন দেখেছেন

নরসিংদীতে মশার ঔষদের বিষক্রিয়া স্কুলের ১০ শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সুমন পালঃ
নরসিংদীতে মশার ঔষদের বিষক্রিয়া স্কুল চলাকালে ১০ শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে দ্রুত হাসপাতালেও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অসুস্থ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ অসুস্থ হওয়ার পর তাদেরকে ক্লাশ রুমে আটকে রাখা হয়। শিক্ষার্থীরা হৈচৈ শুরু করলে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে অক্সিজেন দেয়া হয়। আজ বুধবার দুপুরে নরসিংদী বালিকা বিদ্যা নিকেতন স্কুলে এ ঘটনা ঘটেছে।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো- ৭ম শ্রেনীর জান্নাত,আয়েশা,তুবা ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আলতা,তামান্না,সোহানা,হামিদা,সাইদা,নুসরাত,মুক্তা.
স্কুল সূত্রে জানাযায়, মসক নিধনের অংশ হিসেবে নরসিংদী পৌর সভার পক্ষ থেকে দুপুরে নরসিংদী বালিকা বিদ্যা নিকেতন, মহিলা কলেজ ও শিউলিবাগ স্কুল প্রাঙ্গনে মশা মারার ঔষধ ছিটানো হয়। ওই সময় নরসিংদী বালিকা বিদ্যা নিকেতন এ ক্লাস চলছিল। ঔষধ ছিটানোর কিছুক্ষন পর স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর প্রায় ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তখন স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে ক্লাসের বাহিরে বের হতে নিষেধ করেন। পরে ছাত্রীরা হৈ হোল্লো শুরু করেন। এরই মধ্যে কয়েক জন শিক্ষার্থীর শ্বাস কষ্ট শুরু হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়।
অসুস্থ হয়ে পড়া ৭ম শ্রেনীর শিক্ষার্থী তুবা জানান,স্কুল চলাকালিন সময়ে স্কুলের ভেতর মশা মারার ঔষধ দেয়া হয়। ঔষধ দেয়ার পর পরই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন স্যার আমাদের স্কুলের জানালা খুলে দিতে বলেন। আমরা বাহিরে বের হতে চাইলে আমাদের ক্লাস থেকে বের হতে দিচ্ছিল না। পরে চিৎকার চেচামেচি শুরু করলে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে আনা হয়।

স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, পৌর সভার পক্ষ থেকে স্কুলে মশা মারার ঔষধ দেয়া হয়। এতে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিই। মশা মারার ঔষধ দেয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিংবা আমাদেরকে পৌর সভা থেকে অবহিত করা হয়নি। তবে এখন সব শিক্ষার্থী ভালো এবং সুস্থ আছেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। অসুস্থ হয়ে পরার পর শিক্ষার্থীদের ক্লাসে আটকে রাখার বিষয়ে তিনি বলেন, ছাত্রীদের আটকে রাখা হয়নি। মশার ঔষধ ছিটানোর কারনে তাদের যেন তিব্র শ্বাস কষ্ট না হয় সে জন্য ক্লাস রুমের ভেতরে থাকতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.