এম.শরীফ হোসেন: সম্প্রতি ইসকন সদস্য কর্তৃক চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ’কে জবাই করে হত্যা ও সেখানকার মসজিদে হামলার প্রতিবাদে উগ্রবাদী সংখ্যালগু সংগঠন ইসকন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাকে নিষিদ্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাধবদীর কান্দাইল ও পার্শ্ববর্তী গ্রাম পুরিন্দা এলাকার মুসলিম জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা ঢাকা- সিলেট মহা সড়কের পুরিন্দা বাজার হতে রশিদের বাড়ি বাসস্ট্যান্ড
অংশটি আশ-পাশের মসজিদ হতে ইসকনকে নিষিদ্ধের দাবীতে আসা হাজারো তৌহিদি জনতার মিছিলের শ্লোগানে উত্তাল হয়ে পড়ে।
এসময় স্থানীয় মসজিদগুলো হতে আসা মিছিলগুলো একে একে কান্দাইল বাসস্ট্যান্ডে এসে একত্রিত হয়ে রশিদের বাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় এবং পরে সেখান হতে মিছিলটি পুরিন্দা বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলকারী মুসলিম জনতা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান,ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, ইসকনকে নিষিদ্ধ করতে হবে করতে হবে, বলে শ্লোগান দেয়।
সবশেষে মিছিলটি পুরিন্দা বাজারে পৌঁছালে সেখানে মানববন্ধন পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আইনজীবী আলিফকে যারা জবাই হত্যা করেছে তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুইনা। আর বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবেনা। কোনো সন্ত্রাসী সংগঠন থাকতে পারেনা। আমরা অতিদ্রুত আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধের দাবী জানাই।