নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার উপড় দিয়ে প্রবাহিত “হাঁড়িধোয়া” নদী দখল ও দুষনমুক্ত করণের লক্ষ্যে প্রশাসন কড়া হুশিয়ারী উচ্চরণ করেছেন। শুধু হুশিয়ারী নয়, হাঁড়িধোয়াকে বাঁচাতে প্রশাসন সভা, সেমিনার ও প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করার কথাও ব্যক্ত করেন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৮জুন) সন্ধায় নরসিংদী বাজারের ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন নরসিংদী সদর উপজেলা প্রশাসন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে হাঁড়িধোয়া নদী বাঁচাতে বাজারের ব্যবসায়ী ও নদী পাড়ের জনগণনে নদীতে ময়লা না ফেলার অনুরোধ জানান নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া। তিনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুরোধ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, হাজিপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।
সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম নদী মেঘনার শাখা নদী হিসেবে নরসিংদীকে ঘিরে রেখেছে এই হাঁড়িধোয়া নদী। যারফলে এই নদীকে ঘিরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও হাট হাজার। সম্প্রতি এসক হাট বাজারের ময়লা ও বিভিন্ন কলকারখানার দুষিত ময়লা পানি এই নদীতে ফেলার পলে নদীটি দুষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কোথাও কোথাও নদীর তীর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর তৈরী করা হয়েছে। এরফলে নদীর প্রকৃত রুপ বিলীন হওয়ার পথে। এই অবস্থায় নদীটি বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে জোড়ালো পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সভায় বক্তারা আরও বলেন, নদী নরসিংদীবাসীর জন্য একটি আশি^র্বাদ, তাই এই নদীকে বাঁচাতে সর্বস্থরের জনগণকে সচেতন হতে হবে এবং ভূমিকা রাখতে হবে। তবেই বাঁচবে হাঁিড়ধোয়া, রক্ষা পাবে নরসিংদীর পরিবেশ। এসময় অতিথিদের অনুরোধের প্রেক্ষিতে হাঁিড়ধোয়া নদীকে বাঁচাতে দখল ও দুষনরোধে উপস্থিত ব্যবসায়ীরা নদীতে ময়লা না ফেলার অঙ্গীকার ব্যক্ত করেন।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী
০১৭২৬০৫৪৪১৮