রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় রায়পুরা প্রেসক্লাবের নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। এতে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৭মে) বিকেলে সংগঠনের নির্বাহী উপদেষ্টা মোছলেহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন, মো: ফারুক মিয়াসহ ৩৪জন সদস্যের মধ্যে ৩২জন সদস্য উপস্থিত ছিলেন। পরে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো. জয়নুল আবেদীন এ কমিটি ঘোষণা করেন।
নব কমিটিতে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম নূর উদ্দিন আহমেদকে সভাপতি, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল হক রফিককে সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. মাজেদুল ইসলাম, এস এম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক একে এম সেলিম, কার্যকরী সদস্য মাহবুব আলম লিটন, লাইলী বেগম, খন্দকার শাহ নেয়াজ প্রমূখ। উল্লেখ নবনির্বাচিত সভাপতি এম নূরউদ্দিন আহমেদ টানা দুই বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।