মাধবদী প্রতিনিধি
প্রকৃতির নানা রুপ আর ফসলের সরাসরি ফলন এবং মাটি ও মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করেছে মাধবদী মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার মাধবদী শহরের অদূরে দড়িকান্দি গ্রামের ফসলের মাঠে এই শিক্ষা সফর আয়োজন করা হয়। স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২১০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।তাদের দিয়ে ফসলের মাটি তৈরি এবং ফসল পরিপক্ক হওয়ার পূর্ব পর্যন্ত সকল কার্যক্রম সম্পর্কে মাঠ পর্যায়ে ধারনা দেওয়া হয়। এসময় মাঠে কাজ করা কৃষকদের মতো করেই তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। স্কুলের এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বসিত ছিল স্কুলের শিক্ষার্থীরা। তারা দিনব্যাপী এই আয়োজনটিকে খুব উপভোগ করে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ও আজিজুল হকসহ শিক্ষক-শিক্ষিকারা।