সুমন পালঃ বর্তমান শুস্ক মৌসুমে যত্রতত্র ঘটছে অগ্নি কান্ডের ঘটনা। অগ্নি কান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটতে হচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন সহ পুলিশ প্রশাসনের লোকজনদের। সেখানে গিয়ে প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনের জন্য যে মৌলিক ধারনা থাকা প্রয়োজন তার প্রাথমিক মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে আজ ২৫ অক্টোবর সকাল ১১টায় মাধবদী থানা কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় মাটিতে আগুন লাগলে কিভাবে নিভানো যায়, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নিভানো যায়, জ্বলন্ত আগুন কিভাবে নিভানো যায়, ফায়ার এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় প্রভৃতি বিষয়ে প্যাকটিকাল দেখানো হয় এবং উপস্থিত পুলিশ সদস্যদের নিজ হাতে তা করতে দেখা যায়। এসময় মাধবদী ফায়ার ষ্টেশনের সাব অফিসার মফিজুর রহমান, ফায়ার ফাইটার আরিফ হাওলাদার, মোঃ সুমন মিয়া, বিজয় সরকার, সোহরাব হোসেন ও মাধবদী থানার সেকেন্ড অফিসার এস আই ফরিদ উদ্দিন, এসআই ফাতেমা ডিউটি (অফিসার), এএসআই রাসেল, এএসআই খালেক, কনষ্টেবল আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
##
সুমন পাল
মাধবদী নরসিংদী