স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাব উপজেলার জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ও ২৫ জানুয়ারী শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মধ্যরাত পর্যন্ত দেশী বিদেশী শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মর্ডাণ স্কুলের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া বাচ্চু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আপন টেলিকম এর চেয়ারম্যান ও এন কে কার্গো সার্বিসের সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূইয়া, আমলাব ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, সমাজ সেবক মেহেদী হাসান জনী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ ইসলাম উদ্দিন’ বিদ্যালযের অভিবাবক ছাত্র/ছাত্রী প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মর্ডাণ স্কুলের অধ্যক্ষ তৌফিকুল ইসলাম সুজন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সংগীত পরিবেশন করেন ভারত হতে আগত সিঙ্গার মোঃ কাইয়ুম ও দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।