সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে ৩১ জুলাই বৃহস্পতিবার অন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ।সভাপতি, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোঃ আওলাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সাংবাদিক মোঃ তৌহিদুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমিন উদ্দীন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এস আলম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন মাই টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম মিঠু, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শংকর দেবনাথ, ক্রীড়া শিক্ষক নাজমুন নুর নাজু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৌলভী সোহরাফ হোসেন। উক্ত টুর্নামেন্টে প্রাইমারী ও মাধ্যমিক শাখায় বিজয়ী, জলবায়ু পরিবর্তনে সচেতনতা মূলক উপস্থিত বক্তৃতায়, জলবায়ু পরিবর্তনে সচেতনতা মূলক দেয়ালিকা প্রকাশ ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ২৪এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।